রামপালে প্রতারক চক্রের সিন্ডিকেট প্রধান র‌্যাবের হাতে আটক

  25-10-2016 09:21PM

পিএনএস, মোল্যা হাফিজুর রহমান (বাগেরহাট) : রামপালে কথিত সীমানা পিলার প্রতারক চক্র সিন্ডিকেট প্রধান মহিআলম (৫৫) কে কথিত সীমানা পিলারসহ খুলনার র‌্যাব-৬ এর সদস্যরা মঙ্গলবার বেলা ১ টায় আটক করে রামপাল থানায় সোপর্দ করেছে।
এঘটনায় র‌্যাবের ডিএডি মোঃ লুৎফর রহমান বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীরম্ভা এলাকায় র‌্যাব-৬ এর একটি নিয়মিত টহল দল টহল দিতে থাকে।
এসময় তাদের উপস্থিতি টের পেয়ে ওই গ্রামের মৃতঃ আঃ গফুরের ছেলে মহিআলম দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন র‌্যাব সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে সীমানা পিলার ক্রয় বিক্রয় সিন্ডিকেটের প্রধান বলে স্বীকার করেন।
ওই সময় সীমানা পিলার সিন্ডিকেটের প্রধান সমন্ময়ক সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ ৪/৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়। আটক মহিআলম কথিত সীমানা পিলারটির মূল্য ৩ কোটি টাকা বলে র্যা ব সদস্যদের কাছে স্বীকার করে। রামপাল থানার ওসি মোঃ বেলায়েত হোসেন ঘটনাটি নিশ্চিত করেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন