ইলিশ মাছ ধরায় বরিশালে ৩ জেলের কারাদণ্ড

  26-10-2016 08:19PM



পিএনএস, বরিশাল : নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার অপরাধে বরিশালে তিন জেলেকে দেড় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইন খান এই দন্ডাদেশ দেন।

মৎস্য কর্মকর্তা ইলিশ বিমল দাস জানান, মৎস্য বিভাগ কোস্টগার্ডের সহায়তায় কীর্তনখোলা ও আড়িয়াল খাঁ নদে অভিযান চালানো হয়। দুপুরে এই দুই নদীর সংযোগস্থল সদর উপজেলার চরমোনাইর ঝুনাহার থেকে সেকান্দার হাওলাদার, ইসমাইল হোসেন ও বশির হাওলাদার নামে তিন জেলেকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় দেড় হাজার মিটার অবৈধ জাল। উদ্ধার করা হয় ১০ কেজি ইলিশ।

এদের আটক করে বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইন খানের ভ্রাম্যমান আদালতে আনা হলে, প্রত্যেককে দেড় বছর করে কারাদণ্ড দেন তিনি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন