লক্ষ্মীপুরে বিশ্ব এইড দিবসে র‌্যালি ও আলোচনা সভা

  01-12-2016 01:04PM


পিএনএস, লক্ষ্মীপুর:“আসুন ঐক্যের হাত তুলি, এইচআইভি প্রতিরোধ করি, এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে আজ ১ ডিসেম্বর লক্ষ্মীপুরে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা সভার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র্যা লীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও বেসরকারী এনজিও বাপসার নিরাপদ প্রকল্প-২ সহযোগীতায় জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ আহম্মদের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার শাহ নেওয়াজ, মেডিকেল অফিসার ডাঃ জাকির হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নিজাম উদ্দিন, ডাঃ হামিদ হোসেন, ডাঃ ইকবাল হোসেন, সাংবাদিক মো: রবিউল ইসলাম খান, এনজি জেমস এর নির্বাহী আসাদুজ্জামান,বাপসার প্রজেক্ট কো অডিনের্টর জোবেদা বেগম, ব্র্যাক কর্মকর্তা অশোক কুমার সাহা প্রমূখ। এসময় স্কুল-কলেজ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন