মিয়ানমারে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে রামগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  01-12-2016 01:59PM



পিএনএস, লক্ষ্মীপুর: মিয়ানমারে মুসলমানদের উপর হামলা, নির্যাতন, খুন-ধর্ষণ ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে রামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্চাসেবী সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের উদ্যেগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের পুলিশ বক্স চৌরাস্তা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় পুলিশ বক্সের সামনে মানববন্ধনে সমবেত হয়।

সংগঠনের সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহম্মেদ, মোঃ মাহামুদুন্নবী, শাহেদ, আজিজ শাকিল, সুজন আলম লাল, লোকমান হোসেন, ফজলে রাব্বি, আলাউদ্দিন প্রমূখ।

মানববন্ধন শেষে মাওলানা মোঃ ইউসুফ বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা ও মিয়ানমারে বর্বরোচিত হামলায় ক্ষতিগ্রস্থ রোহিঙ্গা মুসলামনদের জন্য দোয়া করা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন