দিনাজপুরে বিরল প্রজাতির ৪টি পাখি উদ্ধার

  02-12-2016 06:41AM

পিএনএস ডেস্ক : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের ঝারুয়ার পাড় এলাকা থেকে বিরল প্রজাতির চারটি পাখি উদ্ধার করেছে দিনাজপুর বন-বিভাগ।
বৃহস্পতিবার সকাল ১১ টায় পাখি গুলোকে চিরিরবন্দর প্রাণিসম্পদের সহাযোগিতায় উদ্ধার করা হয় ।
বুধবার বিকালে একটি বিরল প্রজাতির পাখি বাশঁঝাড়ে পড়লে সবাই ছুটে গিয়ে পাখিটিকে আটকে রাখে। একই এলাকার বিভিন্ন স্থানে একই রকমের আরও চারটি পাখি মাটিতে পড়লে এলাকাবাসী আটকে রাখে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সাঈদ জানান, আমরা পাখিগুলো দ্রুত উদ্ধার করে চিকিৎসা ও স্যালাইন দিয়ে সুস্থ করার চেষ্টা করি। তবে এগুলো শকুন পাখির মতো দেখতে। পরে পাখিগুলোকে চিরিরবন্দর বন বিভাগের কাছে হস্তান্তর করি।
চিরিরবন্দর বন-বিভাগ কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, পাখি চারটিকে দিনাজপুর বন-বিভাগ ডিভিসনাল অফিসে পাঠানো হয়েছে ।
পাখি নিয়ে কাজ করা পরিবেশবাদি সংগঠন সেতুবন্ধনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন পাখিগুলোকে দেখে বলেন, পাখিগুলোর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে পাখিগুলো খুবই দুর্বল।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন