প্রতিবেশি মহিলাকে উত্যক্তের প্রতিবাদে সংখ্যালঘুদের উপর হামলা

  04-12-2016 08:04PM

পিএনএস, নীলফামারী : প্রতিবেশি শ্রী গণেশ চন্দ্র রায়ের স্ত্রী জোসনা রাণী (৩৫) কে, উত্ত্যক্ত করেছে হোসেন আলী (হুসু) (২৫) নামে এক বখাটে যুবক। প্রতিবাদ করেন, ক্ষিতিশ চন্দ্র রায়, এরেই জের ধরে তাকে বাঁশের লাঠি দিয়ে পিটালে রক্তাত্ত অব্যস্থায় মাটিতে লুঠিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। সংবাদ পেয়ে বাড়ীর লোকজন ছুটে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে। আহতরা হলেন, পূর্ণ বর্মণ (৭৫), গণেশ চন্দ্র (৬০), দীণেশ চন্দ্র সরকার (৫০), নিরপেন চন্দ্র (৩৫), সুকুমার রায় (৩০), শ্যামলি রাণী (৩৫)।

গত ৩ ডিসেম্বর শনিবার দুপুর ১২ টায় নীলফমারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড রথবাজার নামক স্থানে ঘটনাটি ঘটে। এলাকাবাসি আহতদের উদ্ধার করে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে, দু’জনের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সরেজমিনে গেলে জানা যায়, সাইদুল ইসলামের ছোট ছেলে হোসেন আলী (হুসু), জোসনা রাণীকে বাজারের মধ্যে উত্ত্যক্ত করলে প্রতিবেশি ক্ষিতিশ চন্দ্র রায়, এর প্রতিবাদ করলে, বাজারে থাকা সাইদুল ইসলামের লোকজন এসে হামলা চালায়, এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।

ইউপি সদস্য আহসানুল হক জানান, আমি ঘটনার দিন নীলফামারীতে ছিলাম। এসে জানলাম উভয় পক্ষের হামলায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, সামান্য কথা নিয়ে এত বড় ঘটনা। উভয় পক্ষ বর্তমানে চিকিৎসাধীন আছে, সুস্থ্য হয়ে এলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করবো।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন