লক্ষ্মীপুরে আন্তজার্তিক মানবাধিকার দিবস পালিত

  10-12-2016 12:45PM



পিএনএস, লক্ষ্মীপুর: ১০ ডিসেম্বর আন্তজার্তিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যা লি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে র্যা লি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

বেসরকারী এনজিও সংস্থার বাপসা নিরাপদ প্রকল্প-২ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

বাপসা প্রজেক্ট কোঅডিনেটর জোবেদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারী নেত্রী মমতাজ বেগম, বাপসা প্রজেক্ট কোঅডিনের্টর প্রতিভা রাণী নাথ, শামছুন নাহার, শামছুল করিম খোকন, জসিম উদ্দিন মাহবুব, নুর মোহাম্মদ, মমিন উল্যা, মাকছুদুর রহমান খান ভুট্টো প্রমুখ।

বক্তারা মানবাধিকার রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এসময় বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন