চার শতাধিক যাত্রী নিয়ে চরে আটকালো পর্যটক জাহাজ

  11-01-2017 08:53PM

পিএনএস: চার শতাধিক যাত্রী নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে ডুবোচরে আটকা পড়েছিল এলসিটি কাজল নামে একটি পর্যটক জাহাজ। এ ঘটনায় যাত্রীদের মাঝে আতংক ও দুর্ভোগের সৃষ্টি হয়।

বুধবার দুপুর ১২টার দিকে জাহাজটি সেন্টমার্টিনের প্রায় ২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সাগরে জাহাজটি আটকে যায়।

পরে সেন্টমার্টিন থেকে ছয়টি ট্রলার এনে জাহাজের যাত্রীদের সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হয়। এর পাঁচ ঘণ্টা পর বিকাল ৫টার দিকে জোয়ারে ভাসলে জাহাজটি সেন্টমার্টিনে পৌঁছে।

বিকালে কাজল জাহাজের যাত্রীরা অন্যান্য জাহাজে টেকনাফে ফিরে আসলেও শতাধিক যাত্রী সেখানে আটকা পড়ে বলে খবর পাওয়া গেছে।

কাজলের পরিচালক সুমন জানান, সকাল সাড়ে ৯টার দিকে জাহাজটি টেকনাফের দমদমিয়া এলাকা থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। দুপুর ১২টার দিকে সেন্টমার্টিনের পূর্ব দিকে মিয়ানমারের নাইক্ষংদিয়া দ্বীপের পশ্চিমে ডুবোচরে আটকে যায়। এসময় জাহাজে চার শতাধিক যাত্রী ছিল।

তাৎক্ষনিক সেন্টমার্টিন থেকে ৬টি ট্রলার এনে যাত্রীদের সেখানে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। আবার বিকালে অন্য দুটি জাহাজে কাজলের যাত্রীদের ফিরে আসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের কর্মকর্তা সাব লে. আশমাদুল জানান, জাহাজটির কিছু যাত্রী ফিরতে পারেননি বলে শুনেছেন। তবে জাহাজ সেন্টমার্টিনে পৌঁছার পর অবশিষ্ট যাত্রীদের নিয়ে ফিরে যাবার ব্যবস্থা করা হবে।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, দুপুরে জাহাজটি আটকা পড়ার পর যাত্রীরা ট্রলারে সেন্টমার্টিন পৌঁছে।

এর আগে আরও বেশ কয়েকবার অন্যান্য জাহাজের ডুবোচরে আটকা পড়ার ঘটনা ঘটেছিল বলে জানান তিনি।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন