শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় নিহত ১, আহত ৩

  18-01-2017 08:22PM

পিএনএস, শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারি চালিত অটোভ্যানের যাত্রী মোছা. লাইলী বেগম নিহত হয়েছেন। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের শাহজামালের স্ত্রী। এ ঘটনায় আরও ৩যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন- একই এলাকার গোলাম মোস্তফার স্ত্রী মরিয়ম বেগম (৪৫), মেয়ে মুন্নি খাতুন (১৬) ও সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামের মোজদার হোসেনের ছেলে আব্দুস সোবাহান (৩৬)। তাঁদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার (১৮জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর বাজার সংলগ্ন রানীরহাট মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জাপুর বাজার থেকে ব্যাটারি চালিত অটোভ্যান যোগে নিহত ও আহতরা রানীরহাট আঞ্চলিক সড়কের মোড়ে যাচ্ছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে বগুড়াগামী দ্রুতগতির একটি যাত্রীবাস অটো ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লাইলী বেগম নিহত হন। বাকিরা গুরুতর আহত হন। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফও এই তথ্য নিশ্চিত করেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন