শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে

  18-01-2017 09:24PM

পিএনএস, মৌলভীবাজার সংবাদদাতা : দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়। গতকাল বুধবার সকালে শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক হারুন অর রশীদ জানান, গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।সপ্তাহজুড়েই শ্রীমঙ্গলে তাপমাত্রা এমন কম। গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সর্বনিম্ন ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হইয়েছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার রেকর্ড করা হয় ৫.৭ ডিগ্রি সেলসিয়াস, রোববার ৬. ৫ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ৭. ৫ ডিগ্রি সেলসিয়াস ও মঙ্গলবার ৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর আগে ২০০৩ সালের ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন