নকলায় লাঠির আঘাতে কলেজছাত্র নিহত

  19-01-2017 07:54PM


পিএনএস: শেরপুরের নকলায় জমির বিরোধের জেরে ‘প্রতিপক্ষের’ লাঠির আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কবুতরমারী গ্রামে এ ঘটনা ঘটে বলে নকলা থানার এসআই বন্দে আলী জানান।

নিহত সজল (২২) ওই গ্রামের সুলতান মিয়ার ছেলে ও শেরপুর সরকারি কলেজের ছাত্র।

এসআই বন্দে আলী জানান, ১৫ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী মোতালেবের সঙ্গে সুলতান মিয়ার বিরোধ চলছিল বৃহস্পতিবার দুপুরে মোতালেব তার তিন ছেলে ইসমাইল, ইব্রাহীম ও আল-আমীন, তার বোন আজু মালাকে ওই জমিতে যান।

“এ সময় সুলতান ও সজলের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে সজল আহত হন। পরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।”

এ ঘটনায় আজু মালা, ইব্রাহীমের স্ত্রী লাইলী বেগম ও মোতালেবের ছেলে আল-আমীনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন