খাগড়াছড়িতে ২৬ জানুয়ারী থেকে সড়ক অবরোধের হুমকি

  24-01-2017 01:11AM

পিএনএস ডেস্ক: খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলার মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
সোমবার সকাল ১১টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরের মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন, সাবেক জেলা কমান্ডার মফিজুর রহমান তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক ছৈয়দ আহাম্মদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো: হারুন মিয়া প্রমুখ।
সমাবেশে থেকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিনের ওপর হামলাকারীদের আগামী ২৫ জানুয়ারীর মধ্যে গ্রেফতার না করলে ২৬ জানুয়ারী থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচীর হুশিঁয়ারী উচ্চারন হরা হয়।
প্রতিবাদ সমাবেশ শেষে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন