গাইবান্ধায় আইডিয়াল কলেজের শিক্ষকরা ১৮ বছর ধরে বিনা বেতনে পাঠদান করছেন

  24-01-2017 06:46PM

পিএনএস, গাইবান্ধা : ১৯৯৮ সালে স্থাপিত হয় গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লেংগাবাজার আইডিয়াল কলেজটি ১৮ বছরেও এমপিওভূক্ত হয়নি। ১৯৯৯ সালে কলেজটি পাঠদানের অনুমতি প্রাপ্তির পর থেকেই বেশ ভাল ফলাফল নিয়েই চলছে কলেজটি। সবধরণের যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মরত ১৮ জন শিক্ষক ও ১০ জন কর্মচারি সরকারি বেতনভাতা পাচ্ছেন না ১৮ বছর যাবত। ফলে শিক্ষক-কর্মচারিরা তাঁদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

শিক্ষা প্রতিষ্ঠান শুরু থেকে শিক্ষকতা করছেন আসাদুজ্জামান পলাশ। তার সাথে কথা বললে তিনি আক্ষেপ করে বললেন, খুবই কষ্টে আছি। স্ত্রী-সন্তানদের চাহিদা মত ভরণপোষণ করতে পারিনা। ছেলেমেয়ে জিজ্ঞেস করে, কবে বেতন পাবে বাবা। এর উত্তর দিতে পারিনা। একে একে ১৮ বছর পার করলাম। আর কত বছর অতিক্রান্ত হলে আমরা বেতন পাবো তারও কোন নিশ্চয়তা নেই।

কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ টিআইএম মিজানুর রহমান মিজান বলেন, কলেজটির প্রতিষ্ঠালগ্ন থেকে এমপিওভূক্ত কর্তৃপক্ষের নিকট এমপিওভূক্ত করার জন্য যোগাযোগ করা হয়েছে। কিন্তু এখনও কলেজটিকে এমপিওভূক্ত করা যায়নি। এব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে বার বার আবেদন জানিয়েও কোন সুফল পাওয়া যায়নি।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন