গাইবান্ধায় জমি দখলের অভিযোগ

  19-02-2017 04:43PM

পিএনএস, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে মৃত মফিজ উদ্দিনের ছেলে ঢাকায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহীকারি দরিদ্র বাবলু ও তার ৩ ভাইয়ের পৈত্রিক সুত্রে পাওয়া সাড়ে ৫৯ শতাংশ জমি তার সৎ ভাইরা জোর পূর্বক দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে সদর থানায় অভিযোগ দায়ের করা হলেও প্রভাবশালী ভাইদের অপতৎপরতায় পুলিশ থানায় কোন মামলাও রেকর্ড করেনি।

লিখিত অভিযোগে জানা গেছে, সৎ ভাই ফজলুল হক, মকবুল হোসেন, মোশাররফ ও তাদের সহযোগি জোব্বারের ছেলে রফিকুলসহ অন্যান্য লোকজন লাঠিসোটা নিয়ে এসে শুক্রবার বিকেলে ওই জমিতে রোপনকৃত ধান ক্ষতিগ্রস্ত করে এবং জমি জবর দখল করে নেয়। জমির মালিক বাবলু ও তার ভাই জুয়েল এবং মিঠু সেসময় ঢাকায় অবস্থান করছিল। সেই সুযোগে সন্ত্রাসী কায়দায় ওই জমি দখল করে নেয়া হয়। পরে ঢাকা থেকে এসে শনিবার সদর থানায় অভিযোগ দায়ের করে এবং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল করিমকে বিষয়টি অবহিত করা হয়। কিন্তু ওই দরিদ্র রিক্সাচালকরা কোন প্রতিকার না পেয়ে জমিজমা হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন