সুন্দরগঞ্জ আসনে উপ-নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল

  19-02-2017 09:21PM

পিএনএস, গাইবান্ধা : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল ১৯ ফেব্রুয়ারি রবিবার নয় প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারের কাছে স্ব-স্ব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এসময় তাদের সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ, জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টি (জেপি) ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, জাসদের এ্যাডভোকেট মোহাম্মদ আলী, ন্যাশনাল পিপলস পার্টির জিয়া জামান খাঁন, গণফ্রন্টের শরিফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী নওশের আলী, ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন ও আবদুল মজিদ (বীর প্রতিক)।

তবে গত বৃহস্পতিবার জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তার মনোনয়নপত্র দাখিল করেছিলেন। নির্বাচনে অংশ নিতে ১১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু তাদের মধ্যে জাতীয় পার্টির সাবেক সাংসদ কর্ণেল ডা. আবদুল কাদের খাঁন ও সুন্দরগঞ্জ পৌর মেয়র আ.লীগ নেতা আব্দুল্লাহ্ আল মামুন মনোনয়পত্র জমা দেননি।

আগামী ১ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন। ২২ মার্চ ভোট অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এ আসনের আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন গত ৩১ ডিসেম্বর নিজ বাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। যেকারণে এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, জাতীয় সংসদ উপ- নির্বাচনে এই আসনের মোট ভোট সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৩৮১ ভোট। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৪০ জন, মহিলা ভোটার ১ লাখ ৭০ হাজার ৮৪১জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১০৯টি।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন