নওগাঁর পত্নীতলায় ভূয়া সাংবাদিক আটক

  21-02-2017 09:57PM

পিএনএস, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজি কালে সোমবার বিকেলে ভূয়া এক সাংবাদিককে ধরে থানায় সোপর্দ্দ করেছে স্থানীয়রা। পরে ভ্রাম্যমান আদালতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

জানাগেছে, উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকার মনি-মুক্তা কনফেকশনারীর সত্বাধীকারী আব্দুর রাজ্জাক সহ কয়েকজন দোকানীর কাছে সোমবার বিকেলে জনৈক সাহাদৎ রাজিন সাগর (৩০) নামে এক ব্যক্তি সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবী করলে মনি-মুক্তা কনফেকশনারীর সত্বাধীকারী আব্দুর রাজ্জাক সহ স্থানীয় অন্যান্য দোকানদাররা ভূয়া ঐ সাংবাদিককে আটক করে থানায় পেরণ করে।

আটককৃত ভূয়া সাংবাদিক সাহাদৎ রাজিন সাগর মান্দা উপজেলার পূজাহাটি এলাকার ইসরাফিলের পুত্র। আটকের পর সে একজন ঔষধ প্রতিনিধি সহ ঢাকা থেকে প্রকাশিত সাপ্তহিক দিনের পর দিন নামে একটি পত্রিকার সাংবাদিক হিসাবেও নিজেকে পরিচয় দেয়।

মনি-মুক্তা কনফেকশনারীর সত্বাধীকারী আব্দুর রাজ্জাক জানায় আটক সাহাদৎ রাজিন সাগর সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে রাজ্জাক সহ আরো কয়েকজন দোকানীর কাছে তাদের দোকানের কাগজ-পত্র দেখতে চায় এবং তাদের কাছ থেকে চাঁদা দাবী করে। এসময় তাদের সন্দেহ হলে তারা ঐ ভূয়া সাংবাদিক সাহাদৎ রাজিন সাগরকে আটক করে থানায় সোপর্দ্দ করে।


রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে সাহাদৎ রাজিন সাগরকে নিয়ে যেয়ে মুচলেকার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানাগেছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন