মুলাদীতে জাটকা শিকারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

  23-02-2017 03:51PM

পিএনএস : জাটকা শিকারকে কেন্দ্র করে সংঘর্ষে বরিশালের মুলাদী উপজেলায় মো. আলাউদ্দীন (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে চরকালেখা ইউনিয়নের কায়েতমারা গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ২টার দিকে আলাউদ্দিনের মৃত্যু হয়।বৃহস্পতিবার সকালে পুলিশ আলাউদ্দীনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।


আলাউদ্দীনের স্ত্রী লিলি বেগম জানান, বুধবার রাত ১১টার দিকে জাটকা শিকারকে কেন্দ্র করে তার স্বামীর সঙ্গে প্রতিবেশী জালাল সিকদার ও করিম সিকদারের সাথে বাদানুবাদ হয়। পরে সেটা সংঘর্ষে রূপ নেয়।এ ঘটনায় হত্যা মামলা দায়ের করার কথা জানান নিহতের স্ত্রী লিলি বেগম।


ঘটনাস্থল পরিদর্শনকারী মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির জানান, আলাউদ্দীনের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ইতিপূর্বে তার তিনটি অপারেশন হয়েছে। পুলিশের ধারনা, তিনি মারামারির সময় পড়ে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন। তারপরও ময়নাতদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন