জলঢাকায় ভয়াবহ অগ্নিকান্ড আহত ২

  23-02-2017 04:08PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা খুটামারা ইউনিয়নে ৬ টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই। ঘটনাটি বৃহস্পতিবার ভোর রাতে খুটামারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের। জানা গেছে, ৯ নং ওয়ার্ডের বসুনীয় গ্রামের ফার্নিচার ব্যবসায়ির আব্দুস সালামের রান্ন ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটলে ৬ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। নগদ টাকা সহ দুটি গরু, ছয়টি ছাগল, চল্লিশটি হাঁস, একটি বাজাজ প্লাটিনা ১০০ সিসি মটর সাইকেল, নিউ বাইসাইকেল একটি, সেচ পাম্প একটি, রক্ষিত ফার্নিচারের ত্রিশটি খাট, নগদ টাকা দুই লাখ পঁচিশ হাজার টাকার, স্বর্ণ অলংকার, মজুদ কৃত ধান, চাউল ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় দুই জন অগ্নি দগ্ধ হয়েছে, তারা হলেন রহিদুল ইসলাম (৩০), মা অলিমা বেগম (৫৫)। খবর পেয়ে জলঢাকা দমকল বাহিনী ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। পরে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দুইটি করে কম্বল, একটি শাড়ী, একটি লুঙ্গি, একটি চাঁদর ও নগদ দুই হাজার টাকা করে প্রত্যেক পরিবারের মাঝে বিতরণ করেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন