ভারতে কারাভোগ শেষে বাংলাদেশি যুবককে ফেরত

  27-02-2017 08:58PM

পিএনএস, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার জয়নগর চেকপোষ্ট সীমান্ত দিয়ে শাহিন মন্ডল (১৮) নামে এক বাংলাদেশী যুবক দীর্ঘ ২ বছর ১ মাস ভারতে কারাভোগের পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে ফেরত দিয়েছে।

আজ সোমবার দুপুর ১ টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দু’দেশের সীমান্তরক্ষীদের মাঝে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। ফেরতকৃত শাহিন মন্ডল ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মজিবুল মন্ডলের ছেলে। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার তোফাজ্জেল হক, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ কর্মকর্তা শেখ মাহবুব হোসেন, এস আই তপন কুমার সহ ১০ জন। ভারতের পক্ষে গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর একে মনিরুল, ইমিগ্রেশন কর্মকর্তা পার্থ কুমার সহ ১২ জন।

দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার তোফাজ্জেল হোসেন জানান, ২০১৪ সালের ডিসেম্বর মাসের ২৩ তারিখ সকালে শাহিন মন্ডল বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। এসময় বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে আটক করে হাসখালি থানায় সোপর্দ করে।

এরপর শাহিন মন্ডলকে আদালতের মাধ্যমে করিমপুর সেফহোমে প্রেরণ করা হয়। দীর্ঘ ২ বছর এক মাস কারাভোগের পর আজ সোমবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ জানান, ফেরতকৃত শাহিন মন্ডলকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন