কমলগঞ্জে রাতের আধাঁরে ক্রসবাঁধ কেটে দিলো দুর্বৃত্তরা

  01-03-2017 08:32PM

পিএনএস, মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ ডালুয়াছড়া বোরো চাষে সেচ সুবিধা ও পর্যাপ্ত পানির জন্য নির্মিত ২টি ক্রসবাঁধ রাতের আধাঁরে কেটে দিয়েছে দুবৃত্তরা। ফলে কয়েকশ একর জমিতে বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে।

আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন জানান, সম্প্রতি রাতের আঁধারে ডালুয়াছড়ায় বোরো চাষের জন্য নির্মিত ২টি সরকারি ক্রসবাঁধ কে বা কারা কেটে ফেলে। এতে উত্তরভাগ, মধ্যভাগ, কালারায়বিল, জালালপুর ও নোয়াগাঁও গ্রামের শতাধিক কৃষকের প্রায় ৫শত একর জমিতে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। স্থানীয় ইউপি সদস্য বশির বক্স জানান, এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন