লক্ষ্মীপুরে ৭০ পার্সেন্ট সামাজিক সুরক্ষার সুবিধা পাচ্ছে

  23-03-2017 10:11PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে ৩৬ হাজার ৭০০ পরিবার সরকারি বিভিন্ন বাতার উপকারভোগীর তালিকার মধ্যে প্রকৃতভাবে ৭০ পার্সেন্ট হত দরিদ্র পরিবার সুবিধা পাচ্ছেন। বাকি ৩০ পার্সেন্ট পরিবার হত দরিদ্র না হলেও স্থানীয় জনপ্রতিনিধিদের বিশেষ ব্যবস্থাসহ বিভিন্নভাবে তালিকাভুক্ত হয়ে সরকারি সুবিধা নিচ্ছেন। বেসকারি এনজিও সংস্থা (এন আর ডি এস) এর “সামজিক সুরক্ষা” প্রকল্পের কার্যক্রমের ফলে এ তথ্য উঠে এসেছে। (আজ) বৃহস্পতিবার সকালে “বিপন্ন মানবতার জন্য কার্যকর সামাজিক সুরক্ষা” সামাজিক সুরক্ষা কাজের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ফোরামের বার্ষিক আলোচনাসভায় এ তথ্য প্রকাশ করা হয়।

রামগতি উপজেলা সমবায় অফিস প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ।

ফোরামের উপজেলা সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন পৌর মেয়র মেজবাহ উদ্দিন মেজু, এন আর ডি এস এর প্রধান সমন্বয়কারী আবদুল আউয়াল, জেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামন চৌধুরী প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন