চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২

  26-03-2017 11:45AM

পিএনএস, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাকের ধাক্কায় ভটভটির ১২ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে।

রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের জয়রামপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে সবাই দিনমজুর। সবার বাড়ি উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের বড় বলদিয়া গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বড় বলদিয়া গ্রাম থেকে প্রায় ২০-২২ জন দিনমজুর শ্রমিক নিয়ে ভটভটি কর্মস্থলে যাওয়ার পথে জয়রামপুর বটতলা এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভটভটির চালকসহ ৮ জন নিহত হন।

আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়ে হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৪ জন। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন