মৌলভীবাজারে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

  28-03-2017 05:10PM

পিএনএস, মৌলভীবাজার সংবাদদাতা : সরকারি কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন চালুর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার সদর পৌরসভা সহ ৫ উপজেলার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আশরাফুল রহমান এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।

মানববন্ধ ও স্মরকলিপি প্রদানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার সচিব এম আমিনুল ইসলাম, পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের বিভাগীয় সভাপতি ও সহকারি প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের বিভাগীয় অর্থ সম্পাদক রনধীর রায়, সহ সাংগঠনিক সম্পাদক মো: রুমেল আহমদ,পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও পৌরসভার উপ সহকারি প্রকৌশলী মো: আব্দুল মালেক পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও পৌরসভার কনজারভেন্সী ইন্সপেক্টর মো: আব্দুল মতিন, ইউনিট সভাপতি আব্দুল মুমিন,কুলাউড় পৌরসভার কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মো: কামরুল ইসলাম, বড়লেখা পৌরসভার কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি আব্দুল লতিফ, মৌলভীবাজার পৌরসভার কর্মচারী সংসদের সভাপতি সৈয়দ শাহ মইনুউদ্দিনসহ বিভিন্ন পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন