পাইকগাছায় শিবসা নদী বাঁচানোর আহবান

  30-03-2017 06:30PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় পানি কমিটির সভায় কপোতাক্ষের পর এবার মৃত্যু প্রায় শিবসা নদী বাঁচানোর আহবান জানানো হয়েছে। শিবসা নদী বাঁচাতে ওই অঞ্চলের অধিবাসিদের আন্দোলনে সামিল হতে হবে। নদ-নদীর নাব্যতা ফিরাতে, সুপেয় পানির ব্যবস্থা, দক্ষিন-পশ্চিম উপকূল অঞ্চলে জনগণ উদ্ভাবিত বিলে জোয়ার ভাটা (টিআরএম) বাস্তবায়ন, বেড়িবাঁধ মজবুত করা, বর্ষা মৌসুমে প্লাবিত এলাকায় জান-মাল রক্ষার জন্য সরকারের জরুরী পদক্ষেপের বিষয়টি উত্থাপন করা হয়।

বৃহস্পতিবার (৩০মার্চ) সকালে পাইকগাছা পৌরসভার টাউন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা পানি কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন। উপজেলা পানি কমিটির সভাপতি সাংবাদিক জি এ রশীদের সভাপতিত্বে ও সম্পাদক মুক্তিযোদ্ধা তোকারম হোসেন টুকুর পরিচালনায় এ সভায় অতিথি ছিলেন, কেন্দ্রীয় পানি কমিটির সহ সভাপতি মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মলঙ্গী, সরকারি কর্মকর্তা সরদার আলী আহসান, মোঃ রেজাউল করিম, উত্তরণ প্রতিনিধি দীলিপ সানা।

আরো বক্তব্য রাখেন, আঃ হান্নান, অ্যাড. শফিকুল ইসলাম কচি, অ্যাড. মোজাফর হাসান, অ্যাড. শিবু প্রসাদ সরকার, সম আঃ বারেক, গণমাধ্যম কর্মী মিজানুর রহমান, স্নেহেন্দু বিকাশ, আঃ সালাম, আলাউদ্দীন সোহাগ, তৃপ্তি সেন, আঃ আজিজ, প্রভাষক রবীন্দ্র নাথ কর্মকার, হারান ঢালী, পারুল মন্ডল, কবরি সরকার, নাজমা আক্তার, লিপিকা ঢালী ও স্নেনেয়ারা বেগম প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন