মুন্সীগঞ্জে জমির দালালের দেয়া আগুনে প্রাণ গেল কলেজছাত্রীর

  21-04-2017 09:10PM

পিএনএস, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় জমির দালালের দেয়া কেমিকেলের আগুনে প্রাণ গেল কলেজছাত্রী সোনিয়ার।

বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার বিকালে বালুয়াকান্দি কলেজ মাঠে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে সোনিয়াকে দাফন করা হয়।

নিহত সোনিয়ার বাড়ি উপজেলার বালুয়াকান্দি গ্রামের মো. শহীদুল্লার মেয়ে। তিনি এবার বালুয়াকান্দি ইউনিয়নের আবদুল গাফ্ফার স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।

সোনিয়ার মা হাজেরা বেগম জানান, সোমবার সকালে আতিকনগর গ্রামের জমির দালাল রাজন (৪০) বাড়িতে ঢুকে সোনিয়ার শরীরে কেমিকেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বৃহস্পতিবার রাতে সে মারা যায়।

সোনিয়ার চাচা আনোয়ার হোসেন জানান, সোনিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে বলেন- 'আতিকনগরের রাজন পাঁচ বছর ধরে স্কুল-কলেজে যাতায়াতের পথে আমাকে উত্ত্যক্ত করে আসছে।'

গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, এ বিষয়ে মামলা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন