গাইবান্ধা শিক্ষক হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

  25-04-2017 07:16PM

পিএনএস, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শালমারা ইউনিয়ন আওয়ামীলীগ ও কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক শালমারা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম মাষ্টার ইভটিজিং এর প্রতিবাদ করায় বখাটেরা তাকে স্কুল থেকে বাড়ী ফেরার পথে এলোপাথারী কুপিয়ে জখম করার প্রতিবাদ ও হামলাকারী বখাটেদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে গত সোমবার দুপুরে শালমারা উচ্চ বিদ্যালয়,ইউনিয়ন আওয়ামীলীগ, কমিউনিটি পুলিশিং,এলাকাবাসীর যৌথ উদ্যোগে শালমারা রেল ষ্টেশনের দু-ধারে শত-শত শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক,এলাকাবাসী দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন কর্মসূচী চলাকালে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা আওয়ামীলীগের তথ্যও গবেষনা বিষয়ক সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসেন ফকু।এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন: সাধারন সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল,ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফুর,শালমারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক ফারুক আহাম্মেদ,ফারহানা,মাদ্রাসা সুপার আবুল কাসেম,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম প্রধান,সহকারী শিক্ষক আবুল বাসেদ,মশিউর রহমান,আশরাফুল,জুয়েল,জাহাঙ্গীর আলম, সাজাহান আলী।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে রফিকুল ইসলাম মাষ্টার হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতাএই হামলাকারীদের বিচারের দাবীতে স্লোগান দিয়ে রেলপথে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করলে জেলা আওয়ামীলীগের নেতা আলহাজ্ব মোহাম্মদ হোসেন ফকু ও এস আই সফি, এ এস আই আব্দুল খালেক সংঙ্গীয় ফোর্স গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান পিপি এম এর বরাত দিয়ে দ্রুত বখাটের গ্রেফতারের আশ্বাস দিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করলে বিক্ষুব্ধ জনতা রেল পথ থেকে সড়ে যায়।এসময় ষ্টেশনে কিছু সময় আটকে থাকা সান্তাহার-পঞ্চগড় গামী ট্রেন সেভেন আপ শালমারা ষ্টেশন অতিক্রম করে।

প্রসঙ্গত’গত ২০এপ্রিল দুপুর আড়াইটার দিকে শালমারা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম মাষ্টার ইভটিজিং এর প্রতিবাদ করায় ১০/১২ জনের ইভটিজার বখাটেরা তাকে স্কুল থেকে বাড়ী ফেরার পথে এলোপাথারী কুপিয়ে জখম করে পথে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান পিপি এম জানান,এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন