ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

  26-04-2017 12:18PM

পিএনএস, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।

মঙ্গলবার রাত ১ টা থেকে যানবাহন ধীরগতিতে চললেও ভোর ৫ টার পর থেকে এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে এলেঙ্গা পর্যন্ত দীর্ঘ ১৪ কিলোমিটার যানজটের কারণে নাজেহাল হয়ে পড়েছেন যাত্রীরা।

সকাল সাড়ে ৮ টার দিকে যানচলাচল কিছুটা স্বাভাবিক দেখা গেছে।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, গভীর রাত থেকে মহাসড়কে যানবাহনের চাপে বেড়ে যায়। এ কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয় । যানজট মুক্ত করতে পুলিশ কাজ করে । এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে ।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন