মসজিদ উচ্ছেদ করে নাট্যশালা নির্মাণের উদ্যোগ

  29-04-2017 08:16AM

পিএনএস ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধসংলগ্ন নিজস্ব ও সরকারি খাস জমির ওপর ১৯৯২ সালে নির্মিত বায়তুল জান্নাত জামে মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স উচ্ছেদ করে সেখানে ‘সুরের ধারা’ নামে একটি নাট্যশালা নির্মাণে জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে বলে অভিযাগ করেছেন ওই মসজিদের মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের আগে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগের প্রতিবাদ করে বক্তব্য রাখেন মসজিদের খতিব মুফতি উমর ফারুক, মসজিদ কমিটির সহসভাপতি কাউসার হাওলাদার, সেক্রেটারি বশির আহমদসহ স্থানীয় এলাকাবাসী।

বক্তারা বলেন, মসজিদ উচ্ছেদ করে নাট্যশালা করতে দেয়া হবে না। মসজিদ রক্ষার জন্য মুসলমান হিসেবে যা যা করা দরকার তা-ই করা হবে। যেকোনো অনাকাক্সিত ঘটনার জন্য জেলা প্রশাসককেই দায়ী থাকতে হবে। মসজিদের খতিব মুফতি উমর ফারুক বলেন, ২৫ বছর ধরে মানুষের শ্রমে তিলে তিলে গড়ে উঠেছে এ কমপ্লেক্স। মসজিদ ভেঙে কোনো নাট্যশালা এলাকার জনগণ তৈরি করতে দেবেন না। এ বিষয়ে তিনি স্থানীয় কমিশনার, এমপি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বিজ্ঞপ্তি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন