অর্থমন্ত্রীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

  18-05-2017 02:25AM


পিএনএস ডেস্ক: লালমনিরহাটে বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে ঝাড়ু– ও লাঠি হাতে নিয়ে বিড়ি শ্রমিকরা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। পরে তারা বিভিন্ন দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দিয়েছেন।

বুধবার দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী আকিজ বিড়ি ফ্যাক্টরী থেকে ঝাড়ু ও লাঠি হাতে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উপস্থিত হয়।

বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদের আহবায়ক আজিজার রহমান ও আকিজ বিডি কোম্পানীর সাপ্টিবাড়ী অফিসের সহকারী ইনচার্জ জসিম উদ্দিন এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন। ‘দুই বছরের মধ্যে বিড়িকে বিদায় করতে চাই’ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের এমন বক্তব্যের প্রতিবাদ জানান বিড়ি শ্রমিকরা।

স্মারক লিপিতে দাবী করা হয়, দেশের লক্ষ লক্ষ দরিদ্র, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও প্রতিবন্ধীদের হাতে বিড়ি তৈরি হয়। তাদেরকে বেকার করার জন্য দেশি-বিদেশি সিগারেট কোম্পানী গুলো নানা ভাবে ষড়যন্ত্র করে আসছে। শ্রমিকের স্বার্থে আসন্ন ২০১৭-২০১৮ সালের বাজেটে বিড়ি শিল্পের উপর কর আরোপ না করে বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে বিবেচনার করতে হবে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান বলেন, আমার অফিস ডাক ফাইলে এমন একটি স্বারকলিপি পেয়েছি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন