ফুটবল খেলাকে কেন্দ্র করে আশুগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

  18-05-2017 09:48AM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে -১৫ জন আহত হয়েছে। গতকাল ১৭ মে বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার বাহাদুরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদেরকে স্থানীয় ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা যায় , গত ১৬ মে মঙ্গলবার বিকেলে বাহাদুরপুর গ্রামের সারং বাড়ি ও মেরাসানি বাড়ির ছেলেদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সারং বাড়ির ছেলেরা বিজয়ী হয়। এ নিয়ে দুই বাড়ির লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে গতকাল বুধবার বিকেলে সারেং বাড়ির খাইরুলের নেতৃত্বে কিছু যুবক মেরাসানি বাড়ির সামনে গেলে মেরাসানি বাড়ির জাকির ও সোহাগের সঙ্গে কথা কাটাকাটি-হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন , সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

তবে যে কোন বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন