সরকারের উন্নয়নমুলক কাজ গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  26-05-2017 07:17PM

পিএনএস, যশোর প্রতিনিধি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি বলেন আওয়ামীলীগ সরকারের উন্নয়নমুলক কাজ গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে। ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে কেশবপুরের ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা দেয়ার কাজ চলছে।তিনি বলেন একটি মহল দেশের বাইরে বিভিন্ন রকম অপপ্রচার চালিয়ে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করতে চায়। আওয়ামীলীগের প্রতিটি নেতা কর্মীকে সোচ্চার হতে হবে।

২৫মে সন্ধ্যায় উপজেলার বাউশলা গ্রামে ২৫০ বাড়িতে নুতন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

কেশবপুর পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাইফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, ইউনিয়ন আলীগ নেতা রওশন আলী, মাষ্টার আব্দুল ওহাব,রাশিদা বেগম,ভরত দাস প্রমূখ।

২৯ লক্ষ ১৭ হাজার ৩শ‘৫০টাকা ব্যায়ে বাউশলা পুর্ব পাড়ায় ২.১৬১ কিলোমিটার নূতন লাইন দিয়ে ২৫০ পরিবারের মাঝে বিদ্যুতের এই নূতন মিটার দেয়া হয়েছে ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন