ডিমলায় আউটসোসিং কেন্দ্রের শুভ উদ্ধোধন

  27-05-2017 08:22PM

পিএনএস, ডিমলা নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের আওয়ামীলীগ অফিস ডাঙ্গারহাটে গত কাল শুক্রবার সন্ধ্যায় আউটসোসিং কেন্দ্র “আজিজ আইটি ভিলেজ” এর শুভ উদ্ধোধন করা হয়েছে।

ডিমলা রাণী বৃন্দা রাণী সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বি.এসসি মোঃ মোহিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, জেলা কৃষকলীগ সহ-সভাপতি মোঃ দরিজুল ইসলাম দুলাল, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ছাইয়েদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আফরাইম আল মিছরি বাবলু , নারী সভানেত্রী মোছাঃ জাহানারা বেগম প্রমুখ।

আদাবাড়ী স্কুল এন্ড কলেজে ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ সফিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় উপজেলার সকল রাজনৈতিক নেত্রীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রধান মন্ত্রী জিডিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ পূরণে উন্নয়ত দেশের দক্ষ ও যোগ্য নাগরিক তৈরির জন্য ডিমলা উপজেলায় এই প্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকৌশল অনুসরনে আউট সোর্সিং প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং বারতি আয় করার মানসে যারা উদ্যোগী পদক্ষেপ গ্রহণ করেছেন তাদের সাধুবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন