লক্ষ্মীপুরে দুর্যোগ মোকাবেলায় জরুরি সভা

  29-05-2017 01:31PM



পিএনএস, লক্ষ্মীপুর: বাংলাদেশের উপকূলের ৫শত কিলোমিটারের মধ্যে সরে এসেছে ঘূর্ণিঝড় মোরা এ জন্য আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজারসহ উপকূলীয় এলাকা সমূহে ৭ নম্বর বিপদ সংকেত জারি করে। এ সংবাদ পাওয়ার পর পরই লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক হোমায়রা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আসম মাতাহাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মীর শওকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মুর্শিদুল ইসলাম, সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা মো: বোরহান উদ্দিন, জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন।

বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মুস্তফা, লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস উপ-পরিচালক ফরিদ উদ্দিন, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক সুনিল চন্দ্র ঘোষ, সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন, মো: কামাল হোসেন, মাহাবুবুল ইসলাম ভৃঁইয়া, রবিউল ইসলাম খান, আবুল কালাম আজাদ প্রমুখ।

সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসক ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে ইতিমধ্যে উপকূলীয় এলাকায় মাইকিং করে সর্তক বার্তা পাঠানো হয়েছে। মহাবিপদ সংকেট জারির করার পর পরই মানুষ যাতে আশ্রয় কেন্দ্রগুলোতে চলে আসে সেই সকল পেশার মানুষকে একযোগে কাজ করার আহবান জানান। সভায় জানানো হয় জেলায় মোট ১০২টি আশ্রয় কেন্দ্র প্রস্তত রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগীতা কামনা করা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন