গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৪০

  19-06-2017 07:59PM

পিএনএস ডেস্ক : গোপালগঞ্জের মুকসদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

সোমবার দুপুরে দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফরিদুপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজাজুল ইসলাম।

নিহতদের মধ্যে বিআরটিসির বাসের চালক আবুল সিকদার (৫০), বরগুনার কাওসার (১২) ও ভোলার মুন্নি আক্তার (১৮) নামের তিনজনের পরিচয় পাওয়া গেছে।

ওসি ইজাজুল ইসলাম জানান, দুপুরে ছাগলছিড়া এলাকায় ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবুল সিকদার ও অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হন। এ সময় আহত হন অন্তত ২৭ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে মুন্নি আক্তার ও কাওসারের মৃত্যু হয়।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন