বেনাপোলে স্বর্ণের বারসহ যাত্রী আটক

  17-07-2017 10:28AM


পিএনএস, বেনাপোল: ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট কাস্টমস থেকে এক কেজি ২৫০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ সেলিম হাওলাদার (৪৫) নামে এক যাত্রী আটক হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা তাকে আটক করে।

আটক স্বর্ণ পাচারকারী সেলিম মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি বলয় এলাকার সামসুল হক হাওলাদারের ছেলে।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল মুতালিব জানান, পাচারের বিষয়ে গোপন খবর ছিল। বেনাপোল কাস্টমস-চেকপোস্ট থেকে বের হওয়ার পথে তাকে ধরা হয়। পরে তার শরীর তল্লাশি করে জুতার মধ্য থেকে এক কেজি ২৫০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়।

পাচারকারী ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া চলছে বলে জানান এই রাজস্ব কর্মকর্তা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন