লক্ষ্মীপুরে বৃক্ষরোপন অভিযান ও মেলা সমাপনী

  17-07-2017 09:31PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি :“বৃক্ষরোপণ করে যে-সম্পদশালী হয় সে, স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই-দেশী ফলের গাছ লাগাই” এই শ্লোগানকে সামনে রেখে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান সোমবার বিকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

জেলা বন বিভাগ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আলী, রামগতি উপজেলা কৃষি অফিসার আবদুস সোবহান ।

বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নুর আলম হাফিজ, সবুজ বাংলাদেশ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, হুমায়ুন কবির প্রমুখ। আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহনকারী শ্রেষ্ট তিন নার্সারী মালিককে ক্রেস্ট ও সনদপত্র প্রধান করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জাকির হোসেন ভৃঁইয়া আজাদ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন