হবিগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২

  12-08-2017 11:04AM

পিএনএস, হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক।

শনিবার সকাল ৭টার দিকে মুককান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মতিন মিয়া (৫০) ও সাবু মিয়ার ছেলে কবির মিয়া (৪৫)।

বাহুবল থানার ওসি মাজহারুল হক গ্রামবাসীর সংঘর্ষের খবর নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতকাপন ইউনিয়নের মুককান্দি জামে মসজিদের কমিটি গঠন ও ইমাম পরিবর্তনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে শুক্রবার জুমার নামাজের সময় সাতকাপন ইউপি চেয়ারম্যান আবদাল মিয়া আখনঞ্জী সোহেল মিয়ার সঙ্গে একই গ্রামের শফিক মাস্টারের কথা কাটাকাটি হয়। এরপর জুমার নামাজ শেষে উভয়পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী-শিশুসহ বেশ কয়েকজন আহত হয়। শনিবার ভোরেও উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই কবির মিয়া এবং পরে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মতিন মিয়া মারা যান। আহতদের উদ্ধার করে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মাজহারুল হক জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন