আখাউড়া স্থলবন্দরের সকল কার্যক্রম শুরু

  13-08-2017 03:12PM

পিএনএস, ব্রাহ্মণবাড়ি:টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরার পাহাড়ি ঢলের পানির কারণে একদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।

রোববার সকালে স্থলবন্দরের রাস্তা ও কার্যালয়ের সামনে থেকে পানি সরে গেলে এখানকার কার্যক্রম স্বাভাবিক হয়। এছাড়াও পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশনের উপপরিদর্শক মো. পেয়ার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরার পাহাড়ি ঢলে উপজেলার আব্দুল্লাহপুর থেকে স্থলবন্দর পর্যন্ত পানিতে রাস্তাঘাটসহ ইমিগ্রেশনের কার্যালয় পানিতে তলিয়ে যায়। এতে করে বন্দরের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। শনিবার বিকেল থেকেই পানি কমতে শুরু করে। রোববার সকালে পানি অনেকটাই কমে যাওয়ায় বন্দরের সকল কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই মাছ ও পাথর বোঝাই ট্রাক আখাউড়া স্থলবন্দর থেকে আগরতলা গেছে।

এছাড়াও দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন