তিন দিন ধরে বুড়িমারীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

  16-08-2017 04:24PM

পিএনএস, লালমনিরহাট প্রতিনিধি : প্রবল বর্ষণ আর উজানের ঢলে গত ১৩আগস্ট রবিবার লালমনিরহাট ভয়াবহ বন্যা দেখা দেয়। আর এতেকরে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের রেললাইনের নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। এরমধ্যে জেলার হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় রেলগেটের পাশে প্রায় একশগজ রেললাইনের মাটি সরে গিয়ে বিশাল গর্তে পরিণত হয়েছে। এটা দেখে মনে হয় যে রেল লাইন নয় যেন ঝুলন্ত ব্রীজ। আর তাই ৩দিন ধরে বুড়িমারীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে কবে নাগাদ রেল যোগাযোগ সচল হবে তা এখন ঠিকমত বলতে পাছে না রেল কর্তৃপক্ষ। রেল যোগাযোগ বিচ্ছন্ন থাকায় সাধারণ মানুষের পাশাপশি চরম দূভোগে পরেছে হজ্জ যাত্রীরা।

এদিকে গত ১৪আগস্ট সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানলায়ের সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি। এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে মানেজ্যার নাজমুল হোসেন জানান, লালমনিরহাট বুড়িমারী রেলরুটের অনেক স্থানে রেল লাইনের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হয়। আর এতে করে বেশ কিছু স্থানে গর্তের সৃষ্ট হয়েছে। তাই রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আমাদের রেলের ইজ্ঞিনিয়ারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পানি কমলে কাজ শুরু করা হবে। পানি না কমা পর্যন্ত কাজ করা সম্ভব নয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন