কাহারোলে খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ

  22-08-2017 05:58PM

পিএনএস, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ গবাদি প্রাণির খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

দিনাজপুরের কাহারোল উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ গবাদি প্রাণি খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ ও এক সংক্ষিপ্ত আলোচনা সভা ২২ আগস্ট’১৭ দুপুর ২ টার দিকে প্রাণিসম্পদ অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ তারেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং গো-খাদ্য বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, ডাবোর ইউ,পি চেয়ারম্যান সত্যজিৎ রায়, উপজেলা ভ্যাটেনারী সার্জন (ভিএস) স্বপন সরকার, কাহারোল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ ইব্রাহীম খলিল সোহাগ, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সদস্য সুকুমার রায় সহ উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন খামারি, প্রাণিসম্পদ অফিসের কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন