লক্ষ্মীপুরে পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদার করন বিষয়ক কর্মশালা

  23-08-2017 09:17PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক কর্মশালা বুধবার দিনব্যাপি লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর ডা. মোহাম্মদ শরীফ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের সচিব সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট, ও পরিচালক (প্রশাসন) শেখ মোহম্মদ শামীম ইকবাল, লক্ষ্মীপুর জেলা প্রশাসক হোমায়রা বেগম, বেসরকারি এনজিও মা মনি এস এস প্রকল্পের চীপ অব পার্টি জোবি জর্জ।

এসময় বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. ফাহমিদা সুলতানা, আবদুস সালাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল ইসলাম, মেডিকেল অফিসার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডা: জুনায়েত মারুপ।

এ সময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং পরিবার কল্যাণ সহকারিবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টায় সপ্তাহে ৭ দিন স্বাভাবিক প্রসব সেবা জোরদার করনের লক্ষে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রধান করে। পরে প্রধান অতিথি পেসিলিটি সেবা দান কারীদের মধ্যে ট্যাব বিতরন করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন