জীবনের ঝুঁকি নিয়ে ব্রীজে পারাপার হচ্ছে হাজারো মানুষ

  19-09-2017 05:07PM

পিএনএস, পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়ীয়া ইউনিয়ানে উওর বাশবাড়িয়া-কালাইয়া ইউনিয়ানের দক্ষিন কালাইয়াতে গুরুত্বপূর্ণ ব্রীজ ।
দুই উপজেলা দশমিনা-বাউফলের সাথে যোগাযোগের একমাএ মাধ্যম ব্রীজটি ।

গতকয়েক বছর যাবত ব্যবহার অযোগ্য ব্রীজটি। দুই উপজেলার হাজারো মানুষের যোগাযোগে ভোগান্তি হচ্ছে।

দুই এলাকার প্রাথমিক,মাধ্যমিক বিদ্যালয়ে ছাএ-ছাএীরা ব্রীজ দিয়ে যেতে হয় ।

মাধামিক বিদ্যালয় পড়ুয়া একাধিক ছাএ-ছাএীরা বলেন আমরা জীবনের ঝুঁকি নিয়ে পার হয়ে থাকি । তবে কখন কাকে নিয়ে ভেঙ্গে পড়ে এ এব্রীজ জানিনা ।
সরোজমিনে গিয়ে দেখা যায় আতঙ্কের মধ্যে পাড়াপাড় হয় দুই উপজেলার মানুষ । স্থানীয়দের সাহাযোগিতায় কাঠ দিয়ে পারাপার হচ্ছে দুই উপজেলার মানুষ ।

স্থানীয় সূএে জানান, দীর্ঘ দিন যাবত ব্যবহারে অযোগ্য ব্রীজটি । অসুস্থ্য রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার কোন উপায় নেই।
ব্রীজ ভাঙ্গায় কোন গাড়ি উঠতে পারেনা ।

স্থানীদের দাবী শিগগিরই ব্রীজটি সংস্কার করে তাদের দূর্দশা লাগব করতে সংশ্লিষ্ট কতৃপক্ষ সরোজমিনে গিয়ে তাদের এব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এব্যাপারে, ৬নং বাশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো.আলতাব হোসেন আকণ বলেন আমি ইতি পূর্বে গেদু হাজী বাড়ির সামনের ব্রীজটির বিষয়
উপর মহলে লিখিত মৌখিক ভাবে জানিয়েছি তবে ব্রীজটি শিগগিরই নতুন করে র্নিমান করা হবে বলে জানান।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন