নাসিরনগরে রোহিঙ্গা ইস্যুতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  20-09-2017 10:14PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে বার্মার রাখাইন রাজ্যে সংখ্যালঘু নৃগোষ্ঠীর মুসলিম সম্পদায়ের উপর বৌদ্ধদের ধর্ষন ও নিপীড়ন, অগ্নিসংযোগ সহ যাবতীয় অনিয়মের বিরুদ্ধে বুধবার সকাল ১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার তৌহিদী জনতা সহ সর্বস্তরের মানুষের সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলকারীরা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আনসার ভিডিপির মাঠে প্রতিবাদ সভায় মিলিত হন। মৌওলানা মুখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা এমদাদুল হক, হাফেজ মহিব উল্লাহ, মাওলানা আবিদুর রহমান, মাওলানা আশরাফ আলী, আল্লামা আব্দুল আজিজ, মাওলানা মহিউদ্দিন, মুফতী আব্দুর রহিম, আব্দুল মাজিদ সহ আরো অনেকেই।

বক্তারা মিয়ানমারের সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন বন্ধে সমস্ত মুসলিম দেশ সহ জাতিসংঘ ও ওআইসির হস্তক্ষেপ কামনা করেন এবং অনতিবিলম্বে নির্যাতন বন্ধের দাবী জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন