শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ নোমান আর নেই

  17-10-2017 10:00PM

পিএনএস, শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ নোমান আর নেই। তিনি মঙ্গলবার (১৭অক্টোবর) ভোররাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.....রাজেউন)। এর আগে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯বছর।

এদিকে মঙ্গলবার বেলা ১১টায় শেরপুর পৌরসভা চত্বরে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলা সদরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজাপূর্ব স্মরণসভায় বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান, উপজেলা চেয়ারম্যান দবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকতর্কা সিরাজুল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, সাবেক মেয়র জানে আলম খোকা, স্বাধীন কুমার কুণ্ডু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, পৌরসভার কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, বগুড়া জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান ভুট্টো, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী হুমায়ুন কবির, শামিম আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

উক্ত জানাজা নামাজে উপজেলা প্রশাসনের একাধিক সসরকারি কর্মকর্তা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ পৌর কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন