‘পার্বত্য মন্ত্রণালয়ের বরাদ্দ হাজার কোটি টাকা ছাড়িয়েছে’

  18-10-2017 03:31PM


পিএনএস রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মানের লক্ষ্যে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।

আজ বুধবার দুপুরে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত রাঙ্গামাটি শিশু নিকেতন, শহীদ শুক্কুর ক্লাব ও রাঙ্গমাটি পার্কের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

পার্বত্য সচিব বলেন, শান্তিচুক্তির পর ১৯৯৮ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রলালয়ের বরাদ্দ ছিল মাত্র ৫৪ কোটি টাকা। বর্তমানে এই মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দ ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। তিনি আগামীতে পার্বত্য এলাকার শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন বিকাশে আরো বেশি প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দেন।

এসময় অতিরিক্ত সচিব নাসির উদ্দিন, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষসহ বোর্ডের সদস্য অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন