বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪০

  14-11-2017 05:12PM

পিএনএস ডেস্ক : বাগেরহাটের কচুয়ায় যাত্রবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। মঙ্গলবার দুপুরে বাগেরহাট-পিরোজপুর সড়কের কচুয়া উপজেলার বকুলতলার কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাস ও বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধারে কাজ করছে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন মনিরা বেগম (৩৫)। তার বাড়ি পিরোজপুরের নাছিরাবাদের রাহুদকাঠি গ্রামে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির বলেন, বেলা সাড়ে ১২টার দিকে খুলনা থেকে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বকুলতলা এলাকায় রাস্তার পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছে পানির নিচে থাকা বাস থেকে নারীসহ তিনজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে গেলে চিকিৎসক নারীসহ দু'জনকে মৃত ঘোষণা করেন। এখনও উদ্ধার তৎপরতা চলছে বলে বাসে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসক মনীষা মন্ডল বলেন, পানিতে ডুবে যাওয়া দুই নারীসহ তিনজনকে হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে নারীসহ দু'জনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। অন্য একজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন