নীলফামারীতে নবান্ন উৎসব

  15-11-2017 07:39PM

পিএনএস, নীলফামারী জেলা প্রতিনিধি : নবান্ন উৎসব উপলক্ষে নীলফামারীতে নানান কর্মসুচী পালন করেছে শিশু একাডেমি। বুধবার দুপুরে নীলফামারী শিশু একাডেমি প্রাঙ্গনে আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাহীনুর আলমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান রহিম মঞ্জিল বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে মেয়েদের হাড়ি ভাঙ্গা খেলা, শিশুদের দৌড়, মোড়গ লড়াই, যেমন খুশি তেমন সাজো, বড়দের নিয়ে রুমাল ও চেয়ার খেলা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এরআগে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুজিবুর রহমানের নেতৃত্বে বনার্ঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমি মিলনায়তনে মিলিত হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন