সুন্দরবনে আড়াই হাজার কেজি কাঁকড়া উদ্ধার

  22-11-2017 12:40AM

পিএনএস, বাগেরহাট: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে অবৈধভাবে আহরণকৃত আড়াই হাজার কেজি শিলা কাঁকড়া উদ্ধার করেছে বন বিভাগ ও কোস্টগার্ড। এ সময় দুইটি নৌকা আটক করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত রপ্তানীপণ্য শিলা কাঁকড়া নিলাম দেয়া হবে বলে জানিয়েছে সুন্দরবন বিভাগ।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা এসিএফ মো. মেহেদীজ্জামান জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে সুন্দরবন বিভাগ ও কোস্টগার্ড সদস্যরা মোংলার পশুর নদীর সুন্দরবন সংলগ্ন জয়মনি এবং চিলা এলাকায় পৃথক অভিযান চালায়।

এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা নৌকা থেকে নদীতে লাফিয়ে পালিয়ে যায়। পরে ওই দুইটি নৌকায় তল্লাশী চালিয়ে প্রায় আড়াই হাজার কেজি রপ্তানিযোগ্য শিলা কাঁকড়া জব্দ করা হয়। সুন্দরবনের মধ্য দিয়ে শুধু মাছ পরিবহনের জন্য নৌকা দুইটির পাস গ্রহণ করে তারা বেআইনি ভাবে কাকড়া আহরণ ও পরিবহন করায় কাঁকড়াসহ নৌকা দুইটি আটক করা হয়েছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন