গাইবান্ধায় হানাদার মুক্ত দিবস পালন

  07-12-2017 09:52PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে শহরে বর্ণাঢ্য র‌্যালী, দোয়া খায়ের ও আলোচনা সভা। জেলা প্রশাসনের সহযোগিতায় গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে পূর্বপাড়া পুরাতন টেলিফোন ভবন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীটির উদ্বোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।

পরে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটির সমন্বয়ক মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আ.লীগ সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল আলম হীরু, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, মুক্তিযোদ্ধা মবিবুল হক জুবেল মিয়া, জেলা আ’লীগ সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, ওয়াশিকার মো. ইকবাল মাজু প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন