১ লিটার দুধের বদলে ১ বস্তা আলু!

  15-12-2017 08:38AM


পিএনএস, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে এক লিটার দুধের বিনিময়ে এক বস্তা আলু বিতরণ এবং সংগৃহিত দুধ দুস্থ শিশুদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুরে হাওলাদার হিমাগারের আয়োজনে আলু ও বিনামূল্যে দুধ বিতরণ অনুষ্ঠিত হয়।

দুধের বিনিময়ে আলু বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ। এ সময় হাওলাদার হিমাগারের স্বত্তাধিকারী আব্দুস সালাম হাওলাদার আলুর বিনিময়ে দুধ সংগ্রহ করেন। পরে সংগৃহিত দুধ দুস্থ ও অসহায় শিশুদের মাঝে বিতরণ করেন।

আব্দুস সালাম হাওলাদার জানান, কৃষকেরা ব্যাংক থেকে মোটা অংকের লোন করে আলু উৎপাদন করেছে। জানি না কিভাবে লোনের টাকা পরিষোধ করবেন। আমরা আলুর পাইকারদের সাথে কথা বলে দেখেছি তারা প্রতি বস্তা আলু ৩০ টাকা করে দিতে চায়। তখন আমরা সিদ্ধান্ত নেই যে, আলু পাইকারকে না দিয়ে গ্রামের লোকেদের মাঝে দুধের বিনিময়ে বিতরণ করবো এবং সংগৃহিত দুধ দুস্থ ও অসহায় শিশুদের মাঝে বিতরণ করবো।

দুধের বিনিময়ে আলু বিতরণ অনুষ্ঠানে হাওলাদার হিমাগার কর্তৃপক্ষ নিজস্ব মজুদকৃত ১২০০ বস্তা আলু বিতরণ করে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন